Wednesday, April 16, 2008

NOBOBORSHO



নববর্ষ আসলে বুঝি

মোছা যায় সব জ্বরা গ্লানি?

প্রতি বছর আসবে তারা

বিবাদ দ্বন্দ্ব হানাহানি।

ভুলের থেকে শিক্ষা নিয়ে

ভুলের মাশুল গুনবো অল্প

নতুন আশায় উদ্দীপনায়

রচবো নতুন বাঁচার গল্প।

No comments: