এক যে ছিলো বঙ্গবধূ
শ্রদ্ধা পোষাকি নাম,
পাড়ি দিলো সে মার্কিন দেশ
সেখানে এখন ধাম।
স্বজন-বিহীন বড়ই একা
অশ্রু বারি ঝরে,
'হে পরি মা! বঙ্গবধূ
দেখাও আপন বরে!
মেঘের ভেলায় পরি এসে
ছুঁলেন জাদু-কাঠি,
ইঁদুর হাতে দিয়ে খোলেন
বিশ্ব-জানলার পাটি।
ই৬দুর ভায়ার সাহাজ্যে সে
গড়লো ছোট্ট সভা,
বাংলার বধু নাম দিয়ে তার
করলো মনলোভা।
বিশ্ব-জোড়া বঙ্গবধূ
যোগ দিয়ে এই সভায়,
রান্না গল্প স্বাস্থ ভ্রমণ
গান কবিতায় মাতায়।
বি বি'র প্রথম জন্মদিন আজ
আনন্দ চারিধার,
এমন করেই পালন করবো
জন্মদিন প্রতিবার।